নরেন্দ্র মোদিকে পাকিস্তানি বালিকার চিঠি


আন্তর্জাতিক ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৫, ২০১৭, ০৬:২২ পিএম
নরেন্দ্র মোদিকে পাকিস্তানি বালিকার চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছে পাকিস্তানের ১১ বছর বয়সি এক বালিকা। 

মেয়েটি পাকিস্তানের সঙ্গে ভারতের শান্তির সম্পর্ক স্থাপনের অনুরোধ জানিয়ে ভারতের উত্তর প্রদেশে মোদির দল বিজেপি বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়ে এ চিঠি লিখেছে। 

উত্তর প্রদেশের মানুষের মন যেভাবে জয় করেছেন মোদি, সেভাবে তিনি যেন প্রতিবেশী দুই দেশের মানুষের মন জয় করে শান্তির সেতুবন্ধ তৈরি করেবেন বলেও চিঠিতে উল্লেখ করেন মেয়েটি।

পাকিস্তানের গণমাধ্যমের খবর মতে, মেয়েটির নাম আকিদাত নাভিদ (১১)। সে লাহোরের বাসিন্দা। মোদির কাছে সে দুই পৃষ্ঠার চিঠি লিখেছে। তার ধারণা, একমাত্র মোদিই পারেন ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে।

মোদিকে লেখা নাভিদের চিঠি মূলকথা হলো: ‘আমার বাবা একবার আমাকে বলেছিলেন, মন জয় করার চেয়ে ভালো কাজ আর কিছুই হতে পারে না। আপনি নিশ্চয়ই ভারতের মানুষের মন জয় করতে পেরেছেন, যে কারণে উত্তর প্রদেশে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তবে আমি আপনাকে একটি কথা বলতে চাই। যদি ভারত ও পাকিস্তানের মানুষের মনে জায়গা করে নিতে চান, তাহলে এই দুই দেশের মধ্যে আগে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আসুন, আমরা সিদ্ধান্ত নেই- বুলেট নয়, এখন থেকে আমরা বই কিনি। মানুষ মারতে বন্দুক নয়, আসুন আমরা দরিদ্র মানুষের প্রাণ বাঁচাতে ওষুধ কিনি।’

এখন দেখার বিষয়, এই চিঠির কোনো জবাব দেন কি না প্রধানমন্ত্রী মোদি।

 গোনিউজ২৪/এম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর